আজকাল ওয়েবডেস্ক: তীব্র বোমা হামলার মাঝেই গাজায় বিস্তৃত এলাকায় স্থলভিযান শুরু করেছে ইজরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিমান হামলা বাড়ানোর পাশাপাশি স্থল হামলা জোরদার করে ইজরায়েল। অন্যদিকে, ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা করেছে প্যালেস্টাইন প্রতিরোধ গোষ্ঠী হামাস। শনিবার সকালে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস বিবৃতিতে জানিয়েছে, “উত্তর গাজার বেইত হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আল-কাসাম ব্রিগেডস এবং সমস্ত প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে এই আগ্রাসনের মোকাবিলা করতে এবং প্রতিহত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।” হামলার জেরে গাজায় ব্যাহত হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এই উপত্যকা। শুক্রবার রাতে বিমান হামলা সবচেয়ে জোরালো ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইজরায়েলের এ ধরনের জোরালো হামলা ত্রিমুখী অভিযানের অংশ কিনা, তা স্পষ্ট করছে না তেল আবিব।